উৎপাদন ক্ষমতা কিসের মাধ্যমে প্রকাশ করা যায়?
বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের মাধ্যম হলো-
i. ঋণ
ii. ইক্যুইটি
iii. লিজিং
নিচের কোনটি সঠিক?
বিপণন মিশ্রণের উপাদান কয়টি?
পণ্য হিসেবে বিবেচিত হয়-
i. ধারণা ও সেবা
ii. ঘটনা ও স্থান
iii. ব্যক্তি ও সংগঠন
পণ্যের মডেল, আকার, পরিমাণের ব্যাপারে সিদ্ধান্তে পৌছাতে ব্যাপক অনুসন্ধান করতে হয়-
i. পণ্যের চাহিদা
ii. পণ্যের স্থায়িত্ব
iii. পণ্যের প্রতিযোগিতা
হেলাল টেক্সটাইল প্রাথমিক পর্যায়ে ক্লিওপেট্রা প্রিন্ট শাড়ি বিপণন করে ব্যাপক সুখ্যাতি অর্জন করে। এক পর্যায়ে কাঙ্ক্ষিত মুনাফা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটি শাড়ির পাশাপাশি থ্রিপিছ বিপণন করা শুরু- করে। এই দুইটি পণ্যই বাঙালি রমণীর কাছে খুব জনপ্রিয়। প্রতিষ্ঠানটি আশানুরূপ বিক্রয় অর্জনে সক্ষম হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রমে বিপণন পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে?