হেলাল টেক্সটাইল প্রাথমিক পর্যায়ে ক্লিওপেট্রা প্রিন্ট শাড়ি বিপণন করে ব্যাপক সুখ্যাতি অর্জন করে। এক পর্যায়ে কাঙ্ক্ষিত মুনাফা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটি শাড়ির পাশাপাশি থ্রিপিছ বিপণন করা শুরু- করে। এই দুইটি পণ্যই বাঙালি রমণীর কাছে খুব জনপ্রিয়। প্রতিষ্ঠানটি আশানুরূপ বিক্রয় অর্জনে সক্ষম হয়।

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রমে বিপণন পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে?

Created: 3 months ago | Updated: 2 months ago

Related Questions