এনামুলের মান সনদ সংগ্রহের কারণ হলো-
i. পণ্য মান সম্পর্কে নিশ্চয়তা প্রদান করা
ii. পণ্য বিপণনের অনুমতি পাওয়া
iii. কর অবকাশের সুবিধা পাওয়া
নিচের কোনটি সঠিক?
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয়-
i. বৃহৎ নির্মাণ প্রকল্প
ii. ফ্রন্ট অফিসে
iii. জব উৎপাদন
বিভিন্ন যানবাহনের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনকে কী বলে?
বণ্টনপ্রণালিতে জনাব মামুনের উপস্থিতিতে-
i. পণ্যমূল্য বৃদ্ধি করে
ii.. পণ্য বণ্টন সহজ করে
iii. উৎপাদন ব্যয় বৃদ্ধি করে
জনাব তুর্য মুন্সীগঞ্জে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আশপাশের আলুচাষি ও আলু ব্যবসায়ীরা এ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে। এর মাধ্যমে অফ সিজান তারা প্রচুর মুনাফা অর্জন করে। উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে?
উদ্দীপকে ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?