বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো পুরাতন মোবাইলের তুলনায় নতুন সেটে একাধিক ফাংশন সেট করেছেন কেন?
উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে কী বলে?
উদ্দীপকের বাজার বিভক্তিকরণে বিবেচনা করা হয়-
i. ভোক্তাদের আয় ও রুচি
ii. ভোক্তাদের ধরন ও বৈশিষ্ট্য
iii. ভোক্তাদের ক্রয়ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
'Tasty বিস্কুট' কোম্পানি তাদের উৎপাদিত সুস্বাদু বিস্কুটের বিক্রয় বৃদ্ধির জন্য বিস্কুটের প্যাকেটে ২৫% অতিরিক্ত বিস্কুট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অল্প সময়ের মধ্যে 'Tasty বিস্কুট' কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায় এবং ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি হয়। উদ্দীপকে কোম্পানিটি কোন ধরনের বিক্রয় প্রসার গ্রহণ করেছে?
ব্যবসায়ের কাম্য অবস্থান প্রয়োজন যে কারণে -
i. অধিক ক্রেতার জন্য
ii. কাঁচামালের সহজলভ্যতার জন্য
iii. গুদামজাতকরণের জন্য
একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণে কোনটি নিশ্চিত হয়?