'Tasty বিস্কুট' কোম্পানি তাদের উৎপাদিত সুস্বাদু বিস্কুটের বিক্রয় বৃদ্ধির জন্য বিস্কুটের প্যাকেটে ২৫% অতিরিক্ত বিস্কুট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অল্প সময়ের মধ্যে 'Tasty বিস্কুট' কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায় এবং ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি হয়। উদ্দীপকে কোম্পানিটি কোন ধরনের বিক্রয় প্রসার গ্রহণ করেছে?