প্রত্যেক ক্রেতার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বাজারজাতকরণ কর্মকান্ডকে কী বলে?
দুইটি মেশিনের বাৎসরিক ৫ লক্ষ ফটোকপির চাহিদা আছে। কিন্তু একটি মেশিনের বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৩ লক্ষ কপি। এক্ষেত্রে উৎপাদন ক্ষমতা হবে কত?
বিপণিমালার বৈশিষ্ট্য হলো-
i. ভিন ভিন্ন মালিকানা দ্বারা পরিচালিত
ii. প্রত্যেকটি শাখা আলাদা ও স্বতন্ত্র্য
iii. কেন্দ্রীয় মালিকানা ও ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত
নিচের কোনটি সঠিক?
কোনটি অভ্যন্তরীণ ব্যয় সংকোচ?
ISO 14000 সনদের অন্তর্ভুক্ত কাজগুলো হলো-
i. পরিবেশগত কার্যসম্পাদন
ii. পরিবেশগত মোড়ক তৈরি
iii. পরিবেশের ভারসাম্য রক্ষা
জনাব মিঠুন তার কোম্পানির সিরামিক সামগ্রী সুষ্ঠুভাবে বিপণনের •জন্য চট্টগ্রামের আগ্রাবাদে একটি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং ৫,০০০ স্কয়ার ফিটের একটি দ্বিতল ভবন ভাড়া করেন। সেখানে তিনি সকল বিভাগ ও আসবাবপত্র সুবিন্যস্ত করে কার্যক্রম পরিচালনা করছেন।
জনাব মিঠুনের আঞ্চলিক অফিসটি কোন জাতীয় লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ?