জনাব মিঠুন তার কোম্পানির সিরামিক সামগ্রী সুষ্ঠুভাবে বিপণনের •জন্য চট্টগ্রামের আগ্রাবাদে একটি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং ৫,০০০ স্কয়ার ফিটের একটি দ্বিতল ভবন ভাড়া করেন। সেখানে তিনি সকল বিভাগ ও আসবাবপত্র সুবিন্যস্ত করে কার্যক্রম পরিচালনা করছেন।
জনাব মিঠুনের আঞ্চলিক অফিসটি কোন জাতীয় লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ?