উৎপাদন ব্যবস্থাপক বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন-
i. সুষ্ঠু উৎপাদনকার্য পরিচালনার জন্য
ii. ফলপ্রসূ উৎপাদনকার্য পরিচালনার জন্য
iii. বিচ্ছিন্ন উৎপাদনকার্য পরিচালনার জন্য
নিচের কোনটি সঠিক?
বিজ্ঞাপনের মাধ্যম হলো-
i. দৈনিক পত্রিকা
ii. নিয়ন আলো
iii. রেডিও টেলিভিশন
আসছে ঈদ উপলক্ষে মিস মিমি তার বুটিক শপের শাড়িগুলোর নতুন ডিজাইন করতে চাচ্ছেন। তার ডিজাইনার তাকে বলল যেকোনোভাবে পণ্য ডিজাইন করা যায় না। এক্ষেত্রে পণ্য ডিজাইনের জন্য মিমিকে কী করতে হবে?
বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলার কারণ হলো এর মাধ্যমে-
i. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা আসে
ii. প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়
iii. মজুদ মাল নিয়ন্ত্রিত হয়
কোনো পণ্যের একক প্রতি উৎপাদন খরচ ২০ টাকা এবং প্রতি একক পণ্যে ৫ টাকা করে মুনাফা অর্জন করতে কোম্পানি পণ্যের মূল্য ধার্য করে ২৫ টাকা। এক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি হবে-
পণ্যসংখ্যার ভিত্তিতে খুচরা ব্যবসায় হলো-
i. বিপণিমালা
ii. বিভাগীয় বিপণি
iii. সুপার স্টোরস