মধ্যস্থব্যবসায়ী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে বিপণি স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করলে তাকে কোন ধরনের বিপণি বলে?
জনাব সামির তার কারখানায় শুধু কলম তৈরি করতেন। এতে তার কারখানার উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার হয় না। এরূপ অবস্থায় তিনি কলমের পাশাপাশি অন্য পণ্য উৎপাদন শুরু করেন। এটি উৎপাদন ক্ষমতা ব্যবহারের কী ধরনের উপায়?
সুপার মার্কেটে সাধারণত বিক্রয় করা হয়-
i. খাদ্যসামগ্রী
ii. লন্ড্রীসামগ্রী
iii. জুয়েলারি সামগ্রী
নিচের কোনটি সঠিক?
মুন্সিগঞ্জে অনেক আলু উৎপাদিত হয়। তাই সেখানে আলুর দাম অনেক কম। এ কারণে মুন্সিগঞ্জের চাষিরা ঢাকার পাইকারদের কাছে সেখানে বসেই সুবিধাজনক মূল্যে আলু বিক্রয় করে। এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
সুরমা আটাকলের বর্ধিষ্ণু ক্রেতা ও ভোক্তাদের সন্তুষ্টি বিধানে তাদের করণীয় হলো-
i. ন্যায্যমূল্যে আটা সরবরাহ
ii. চাহিদা অনুযায়ী আটা সরবরাহ
iii. বিক্রয় পূর্ববর্তী সেবা
কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে মধ্যস্থব্যবসায়ীকে কয়ভাগে ভাগ করা যায়?