জনাব সামির তার কারখানায় শুধু কলম তৈরি করতেন। এতে তার কারখানার উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার হয় না। এরূপ অবস্থায় তিনি কলমের পাশাপাশি অন্য পণ্য উৎপাদন শুরু করেন। এটি উৎপাদন ক্ষমতা ব্যবহারের কী ধরনের উপায়?
ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য উৎপাদিত হয়েছে কিনা তা কীভাবে জানা যায়?
উদ্দীপকে উল্লিখিত ঘটনায় মধ্যস্থকারবারির যেসব সুফল পরিলক্ষিত হয় তা হলো-
i. অর্থসংস্থান
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. বিপণন কার্য সম্পাদন
নিচের কোনটি সঠিক?
একটি পণ্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কতটি স্তর অতিক্রম করে?
কোনটির অভাবে দোকানটি বন্ধ হওয়ার পথে?
বিক্রয় কর্মীদের প্রণোদিত করার জন্য কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল উপযোগী?