'ফ্রেশ জুস'-এর সামগ্রিক কার্যক্রম হলো-
i. প্রচারের অন্তর্ভুক্ত
ii. বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত
iii. বিক্রয়িকতার অন্তর্ভুক্ত
নিচের কোনটি সঠিক?
মধ্যস্থকারবারিরা কীভাবে ভোক্তাদের দুর্ভোগ সৃষ্টি করে?
পণ্য জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরের বৈশিষ্ট্য হলো-
i. বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়ে
ii. ' প্রতিযোগীরা এ স্তরে এগিয়ে আসে
iii. এ স্তরে পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়
দেশের অভ্যন্তরে কর্মরত দেশীয় লোকের উৎপাদন ৫০ কোটি টাকা এবং বিদেশি লোকের উৎপাদন ১০ কোটি টাকা। পক্ষান্তরে বিদেশে অবস্থানরত দেশীয় লোকের উৎপাদন ১৫ কোটি টাকা। দেশটির মোট জাতীয় উৎপাদন কত?
মি. শাওন একজন ফল ব্যবসায়ী। তিনি ক্রেতার পছন্দ-অপছন্দ অনুযায়ী পণ্য মানের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করেন। এক্ষেত্রে বিবেচ্য হচ্ছে-
i. পণ্যের মান
ii. পণ্যের আকার
iii. পণ্যের বৈশিষ্ট্য
তন্ময়ের মৎস্য খামার আছে। সে চিংড়ি চাষ করে। সে দেশের বিভিন্ন স্টোরগুলোতে চিংড়ি সরবরাহ করে। সে বিদেশেও চিংড়ি চালান করে। তন্ময়ের চিংড়ির মান নির্ধারণ করে – -
i. আন্তর্জাতিক সংস্থা
ii. সরকারের অনুমোদিত সংস্থা
iii. তন্ময় নিজে