তন্ময়ের মৎস্য খামার আছে। সে চিংড়ি চাষ করে। সে দেশের বিভিন্ন স্টোরগুলোতে চিংড়ি সরবরাহ করে। সে বিদেশেও চিংড়ি চালান করে। তন্ময়ের চিংড়ির মান নির্ধারণ করে – -
i. আন্তর্জাতিক সংস্থা
ii. সরকারের অনুমোদিত সংস্থা
iii. তন্ময় নিজে
নিচের কোনটি সঠিক?
পণ্য সাজানো থাকে কোন লে-আউটে?
চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানটি ভূমিকা রাখছে?
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাখাত কোনটি?
খুচরা ব্যবসায়ীরা পণ্যের প্রচার করে-
i. সাইনবোর্ড উঠিয়ে
ii. গণসংযোগ করে
iii. প্রচারপত্র বিলি করে
স্থির ব্যয় ঠিক রেখে উৎপাদন বাড়াতে থাকলে প্রতিষ্ঠান যেভাবে প্রভাবিত হবে, তা হলো-
i. এককপ্রতি স্থির ব্যয় কমবে
ii. উৎপাদন ব্যয় কমবে
iii. মুনাফার পরিমাণ বাড়বে