একজন মানুষ যদি সত্যবাদিতা অবলম্বন করে তবে তা তাকে -
i. উত্তম নৈতিক চরিত্র গড়ে তুলতে সাহায্য করে
ii. সুন্দর জীবন অনুশীলনে সাহায্য করে
iii. পাপকার্য থেকে বিরত থাকতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
মহানবি (স.) বলেন “আমি শেষ নবি, আমার পরে কোনো নবি আসবে না।”—এটি কোন প্রকারের হাদিস?
ইসলাম কয়টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?
ঘুষ গ্রহণকারী কিয়ামতের দিন—
সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ কে ছিলেন? অথবা, কোন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় চিকিৎসা করতেন?
জনাব 'গ' একটি শিল্পকারখানার মালিক। শ্রমিকরা প্রতিবছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছরই তিনি আগামী ঈদে বোনাস দিবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ঈদ আসলে তিনি তা বেমালুম ভুলে যান।
জনাব 'গ' এর কর্মকাণ্ড কীসের লঙ্ঘন?