জনাব রিয়াজুলের সাভারে ৫ কাঠার একটি প্লট আছে। তিনি জনাব সুশান্তের সহযোগিতায় প্লটটি ২০,০০,০০০ টাকায় বিক্রয় করেন। এর জন্য তিনি জনাব সুশান্তকে ১% হিসেবে ২০,০০০ টাকা প্রদান করেন। জনাব সুশান্ত হলো-
i. প্রতিনিধি
ii. দালাল
iii. ড্রপ শিপারস
নিচের কোনটি সঠিক?
মধ্যস্থব্যবসায়ী বাজারে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে-
i. অধিক পণ্য ক্রয়ের মাধ্যমে
ii. চাহিদা অনুযায়ী বিক্রয়ের মাধ্যমে।
iii. মূলধন সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি এক্সটারনাল ফেইলিউর কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয়?
অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে একই কাজ সম্পাদন করাকে কী বলে?
প্রসার মিশ্রণের উদ্দেশ্য হলো-
i. বাজার সম্প্রসারণ
ii. মজুদ ব্যবস্থাপনা
iii, বিক্রয় বৃদ্ধি
মূল্য নির্ধারণে বিপণন উদ্দেশ্যাবলির অন্তর্গত হলো-
i. টিকে থাকা
ii. পরিবর্তনশীল ব্যয়
iii. বিনিয়োগ তুলে নেওয়া