মধ্যস্থব্যবসায়ী বাজারে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে-
i. অধিক পণ্য ক্রয়ের মাধ্যমে
ii. চাহিদা অনুযায়ী বিক্রয়ের মাধ্যমে।
iii. মূলধন সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ব্যবসায় সফলতা লাভের জন্য মি. লালুর কী করা উচিত?
জনাব রিয়াজুলের সাভারে ৫ কাঠার একটি প্লট আছে। তিনি জনাব সুশান্তের সহযোগিতায় প্লটটি ২০,০০,০০০ টাকায় বিক্রয় করেন। এর জন্য তিনি জনাব সুশান্তকে ১% হিসেবে ২০,০০০ টাকা প্রদান করেন। জনাব সুশান্ত হলো-
i. প্রতিনিধি
ii. দালাল
iii. ড্রপ শিপারস
উদ্দীপকের তামজিদ বিপণনের যে কাজ সম্পাদন করেন তা হলো-
i. পর্যায়িতকরণ
ii. প্রমিতকরণ
iii. অর্থসংস্থান
6M এর পূর্ণ অর্থ কী?
অধিক মুনাফার আশায় মধ্যস্থব্যবসায়ী অনেক সময় কিসে জড়িয়ে পড়ে?