কোন নীতির আওতায় সমষ্টির জনগণকে তাদের যাবতীয় উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেওয়া হয়?
সমাজকর্মের পরিধি কীরূপ?
জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়?
সামাজিক আইনের অন্যতম লক্ষ্য হলো-
ⅰ. আইনগত কাঠামোর আওতায় মানুষের অধিকার ভোগের নিশ্চয়তা প্রদান
ii. অন্যের অধিকারে হস্তক্ষেপ করা
iii. সামাজিক ভূমিকা পালনে ব্যক্তিকে সক্ষম করে তোলা
নিচের কোনটি সঠিক?
ব্রিটিশ সরকার কাদের মাধ্যমে ধর্মগোলার সার্বিক কার্যক্রম পরিচালনা এক করতো?
সামাজিক আইন কার্যকর ভূমিকা পালন করে-
i. মতামত প্রকাশের স্বাধীনতা রক্ষার্থে
ii. মৌলিক প্রয়োজন পূরণের অপর্যাপ্ততার ক্ষেত্রে
iii. সামাজিক কু-প্রথা দূর করার ক্ষেত্রে