কত সালে রাষ্ট্রীয়ভাবে বিভারিজ রিপোর্টে প্রদত্ত সুপারিশমালা ও নীতিসমূহ গৃহীত হয়?
শিল্পভিত্তিক পেশার উদ্ভব বৃদ্ধি করে-
i. শ্রমের চলনশীলতা
ii. সেবামূলক প্রতিষ্ঠান
iii. মাথাপিছু শ্রমিকের উৎপাদন ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
দুগ্ধ ও অসহায় জনগণের কল্যাণে সরকারিভাবে কোন কর্মসূচি গৃহীত হয়েছে?
পেশার ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
সেবাকর্মের প্রকৃতিকে কেন্দ্র করে কয় ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে?
মোহন মিয়ার মত প্রবীণদের জন্য একজন সমাজকর্মীর করণীয়-
i. মানসিক সমর্থন প্রদান করা
ii. সন্তানদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করা
iii. বাস্তবতাকে মেনে নেয়ার আহ্বান জানানো