ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে কীভাবে সমাজকর্ম সহায়তা করে?
সামাজিক আইনকে সমাজকল্যাণ আইন বলা হয় কেন?
দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো-
i. ১৯০৬ সালের খাদ্য আইন
ii. ১৯০৭ সালের শিক্ষা আইন
iii. ১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন
নিচের কোনটি সঠিক?
সমাজকল্যাণ ও সমাজকর্মের অধ্যয়নের ফলে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হবে-
i. আত্মনির্ভরশীল হওয়ার বাসনা
ii. সামাজিক কল্যাণ সাধনের চেতনা
iii. স্বাচ্ছন্দ্যময় জীবন গড়ার স্পৃহা
সমাজের দুর্বল, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীকে কেন্দ্র করে কোন আইন প্রণীত হয়?
সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?