ব্যাংক কোন ধরনের জনগোষ্ঠীর অন্তর্গত?
বিক্রয় প্রসারের অন্তর্গত হলো-
i. বিনামূল্যে পণ্য বিতরণ
ii. লটারির ব্যবহার
iii. নিয়ন সাইন
নিচের কোনটি সঠিক?
উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিলক্ষিত হয়-
i. বৃহদায়তন উৎপাদন
ii. কাম্য উৎপাদন মাত্রা
iii. স্বল্প উৎপাদন মাত্রা
বিক্রয়কর্মীর শ্রুতিমধুর কণ্ঠস্বর-
i. মন দুর্বল করে
ii. ক্রেতার ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে
iii. ক্রেতাকে রাগান্বিত করে
জনাব কিরণ যশোর থেকে রজনীগন্ধা ফুল সংগ্রহ করে এনে শাহবাগে তার নিজস্ব দোকানে বিক্রয় করেন। তার দোকানে ৭ জন কর্মচারী রয়েছে এবং তিনি নিজেই দোকানটি তদারকি করেন। ইদানীং তার দোকানে গ্রাহকের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। এখন তার দোকানটি সম্প্রসারণ করার প্রয়োজন হলেও এ মুহূর্তে নতুন বিনিয়োগ তার পক্ষে সম্ভব হচ্ছে না। জনাব কিরণের ফুলের দোকানটি সম্প্রসারণ না করার পেছনে উৎপাদনের কোন উপাদানের প্রভাব রয়েছে?
ঢাকার এলিফ্যান্ট রোডে 'রূপসী কার্পেট হাউজ' তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত ১০, ১৫ ও ২০ বর্গফুট আয়তনের কার্পেট বিক্রয় করে। মিসেস সুরভী তার ড্রয়িং রুমের কার্পেট কেনার জন্য সেখানে যান এবং সেখানে তিনি ১২ বর্গফুট আয়তনের একটি কার্পেটের অর্ডার দেন। প্রতিষ্ঠানটি ১৫ দিন পরে তার অর্ডার অনুসারে কার্পেট সরবরাহ করে। এতে তিনি খুবই সন্তুষ্ট। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে?