সিলেটের রাজিব প্রতিবেশীদের চাহিদানুযায়ী জামা-কাপড় সেলাই করে কোনোরকমে সংসার চালাচ্ছিল। ক্রমেই তার সেলাইকৃত কাপড়ের চাহিদা বাড়তে থাকে। সম্প্রত সে স্থানীয় একটি স্কুলের ইউনিফর্ম তৈরির অর্ডার পায়। এক্ষেত্রে রাজিবের মধ্যে প্রত্যক্ষভাবে কোন উদ্যোক্তাসুলভ গুণ প্রকাশিত হয়েছে?