কোম্পানি সংগঠনের ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা বিবেচিত হন?
রণদা প্রসাদ সাহা যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা তা হলো-
i. কুমুদিনী হাসপাতাল
ii. মির্জাপুর ডিগ্রি কলেজ
iii. দেবেন্দ্র কলেজ
নিচের কোনটি সঠিক?
উদ্যোগ উন্নয়নের পরিবেশ থাকলে দেশে-
i. নতুন কর্মসংস্থান হয়
ii. উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়
iii. ব্যক্তিক ও জাতীয় পর্যায়ে আয় বাড়ে
রায়হান রূপালি সবুজ সংঘের সদস্য। সম্প্রতি সে কম্পিউটার প্রোগ্রামিং এর ওপর প্রশিক্ষণ শেষে তাদের ক্লাবের কার্যক্রম অটোমেটেড সিস্টেমে পরিচালনা করতে শুরু করে। এখানে রায়হানের কাজটিকে কী বলা যায়?
সিলেটের রাজিব প্রতিবেশীদের চাহিদানুযায়ী জামা-কাপড় সেলাই করে কোনোরকমে সংসার চালাচ্ছিল। ক্রমেই তার সেলাইকৃত কাপড়ের চাহিদা বাড়তে থাকে। সম্প্রত সে স্থানীয় একটি স্কুলের ইউনিফর্ম তৈরির অর্ডার পায়। এক্ষেত্রে রাজিবের মধ্যে প্রত্যক্ষভাবে কোন উদ্যোক্তাসুলভ গুণ প্রকাশিত হয়েছে?
কোনোকিছু করার জন্য মনস্থকরণ এবং প্রচেষ্টার সমন্বয়কে বলে-