২০১৬-২০১৭ অর্থবছরে দেশে শিল্পঋণ বিতরণের পরিমাণ কত ছিল?
উক্ত আন্দোলনের মাধ্যমে-i. একনায়কতন্ত্র বিলুপ্ত হয়ii. জনগণের শাসনের পথ প্রশস্ত হয়iii. সেনা শাসনের অবসান ঘটেনিচের কোনটি সঠিক?
'পানি সরবরাহ' জিডিপির কোন খাতের অন্তর্ভুক্ত?
বসবাসের জন্য সবচেয়ে উপযোগী-i. অনু পরিবারii. একক পরিবারiii. বহুপত্নী পরিবারনিচের কোনটি সঠিক?
নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ হলো-i. পুরুষতান্ত্রিক সমাজii. ধর্মীয় অপব্যাখ্যাiii. নারীদের অসচেতনতা
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
এসএসসি পরীক্ষার পর সজল ও তার বন্ধুরা পায়রা সমুদ্র বন্দরে বেড়াতে গেল। সেখানে পৌঁছানোর পর রাত হওয়ায় তারা যাত্রী ছাউনীতে অপেক্ষা করতে লাগল। এমন সময় তাদের বয়সী কিছু ছেলে এসে অস্ত্রের ভর দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ, টাকা-পয়সা ঘড়িসহ সব ছিনতাই করে নিয়ে গেল।
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি দ্বারা কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?