জনাব শফিকের এক ছেলে সরকারি স্কুলে ও এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম। এখানে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত রয়েছে?
কোন গ্রহে অল্প পরিমাণ পানির অস্তিত্ব রয়েছে?
মারমাদের জীবিকার প্রধান উপায় কী?
শিশু-কিশোরদের সমাজ স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে—
i. ভালো কাজের প্রশংসা
ii. খারাপ কাজের সমালোচনা
iii. অবজ্ঞা-অবহেলা
নিচের কোনটি সঠিক?
মৃনালদের পরিবারে তার বাবার স্থান সবার আগে। কিন্তু সংসারের সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে তার মায়ের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। মৃনালদের পরিবারটি কোন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে?
”স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।” —উক্তিটি কার?