মুক্তিযুদ্ধে রাজনৈতিক দল যেভাবে অবদান রাখে-i. বিদেশে জনমত সৃষ্টিii. নেতৃত্বদানiii. মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণনিচের কোনটি সঠিক?
NGO হলো—
i. আন্তর্জাতিক সংস্থা
ii. জাতীয় সংস্থা
iii. সরকারি সংস্থা
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
এইডস আক্রান্ত ব্যক্তির শারীরিক মৃত্যু ঘটার পূর্বেই কীভাবে মানসিক মৃত্যু ঘটে?
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
মলীন বাবুর 'ক' ও 'খ' নামে দু'টি পোশাক কারখানা ছিল। 'ক' কারখানার শ্রমিকশ্রেণি অবহেলিত ছিল। 'ক' কারখানর লমিক নেতা সালাম সাহেব শ্রমিক সমাবেশ ডেকে শ্রমিকদের বকেয়া পাওনা, বেতন বৃদ্ধি ও নিরাপত্তাসহ বেশ কিছু দাবি মালিকের নিকট পেশ করেন। মালিক দাবি না মেনে শ্রমিক নেতার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনেন।
উদ্দীপকে বর্ণিত শ্রমিক নেতার কার্যক্রম ঐতিহাসিক কোন ঘটনাকে ইঙ্গিত করে?
ইঙ্গিতকৃত দাবির ফলে -
i. বাঙালি জাতির মুক্তির আন্দোলন স্থিমিত হয়ে পড়ে
ii. বাতালির মহান নেতা পাকিস্তানের প্রধান শত্রুতে পরিণত হয়
iii. বাঙালি জাতি অন্যের শাসন থেকে মুক্ত হবার জন্য অনুপ্রাণীত হয়।