'ছিদ্র, অন্তর' শব্দ দুটির সমার্থক নিচের কোনগুলো?
'নালায়েক' শব্দে 'না' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
আ + ও = ঔ- এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়?
অথবা, বাংলা ব্যঞ্জনবর্ণে কোন স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করা হয়?
দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?
কোনটি ভাববাচক বিশেষ্য?