কোনটি বাগযন্ত্র?
ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
বাপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম-
বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?
নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়?
ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
অথবা, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই—
ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
ধ্বনি উচ্চারণের উৎস হলো-
মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়?
ফুসফুস থেকে বাতাস কী দিয়ে বের হয়ে আসে?
স্বরযন্ত্রের অবস্থান-
বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বের হয়ে কিসের সৃষ্টি করে?
মুখগহ্বরের কোন অংশে জিভের অবস্থান?
শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কী?