'ইলম' কোন ভাষার শব্দ?
ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত?
জীবন বাঁচানোর মতো পরিস্থিতি না হলে, যদি কেউ অন্যের সম্পদ মালিকের অজ্ঞাতে নিয়ে যায়, ইসলামে তার শাস্তি হচ্ছে—
বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তিসংঘ হিলফুল ফুযুলের কাছে অনেকাংশে ঋণী। কারণ এর মাধ্যমে—
i. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি স্থাপিত হয়।
ii. দাস-দাসী প্রথা বিলুপ্ত হয়
iii. অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
যিনি আমাদের শিক্ষা দেন তিনি হলেন-
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আঃ আজিজ সাহেব কুরআন-হাদিস অনুযায়ী জীবন যাপন করেন। তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণসহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন।
জনাব আঃ আজিজ সাহেবের আচরণে ইতিহাসের কোনটির শিক্ষা প্রতিফলিত হয়েছে?