"তোমাদের ওপর সাওম পালন ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।”- আয়াতটি কোন সুরার?
যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান।” -কোন সুরার আয়াত ?
‘মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না।' এটি কার বাণী?
"যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান।” আয়াতটিতে কোন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে?
আয়াতুল কুরসিতে বলা হয়েছে—
আল-কুরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি?