যেসব প্রাণী সাধারণত নাপাক ও মরা জীবজন্তু খেয়ে বাচে, গোশত খাওয়ার ইসলামি বিধান কী?
নবনির্বাচিত চেয়ারম্যান হাসান সাহেব রাস্তা মেরামতের ক্ষেত্রে তার পরিষদের দুইজন মেম্বারের পরামর্শকে বিবেচনায় নেন। চেয়ারম্যানের আচরণে কী প্রকাশ পায়?
হিজরত বলতে কী বোঝায়?
রাসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কারণ-
i.তখন আল-কুরআন নাজিল হচ্ছিলii. হাদিস ও কুরআনের সংমিশ্রণের আশঙ্কা ছিলiii. আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ
নিচের কোনটি সঠিক?
এদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে তা দ্বারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা শুনে না। এরা পশুর ন্যায় বরং এরা অধিক নিকৃষ্ট (পশু হতে)। আর তারাহলো অচেতন।” আয়াতটি কোন সূরার?
যে হাদীসের মূলকথা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী (সাঃ) নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন তাকে বলা হয়-