“কেউ অণু পরিমাণ অসৎ কর্ম করলে (আখিরাতে) তাও সে দেখতে পাবে।”- এ আয়াতটির শিক্ষানুসারে একজন মুসলিম তরুণের কোনটি করা উচিত?
রাখাইন মুসলমানদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ সরকারের মনোভাবে প্রকাশ পেয়েছে—
i. ঔরসজাত ভ্রাতৃত্ব
ii. বিশ্বভ্রাতৃত্ব
iii. ইসলামি ভ্রাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
হজ পালনরত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কোন _তারিখে?
উক্ত মহীয়সী নারীর এ ধরনের সিদ্ধান্ত প্রমাণ করে-
i. আল্লাহর ওপর নির্ভরতা
ii. আত্মনির্ভরশীলতা
iii. আল্লাহর প্রতি ভালোবাসা
৯ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান না করলে কী করতে হবে?
সন্তান জন্মের সপ্তম দিনে উত্তম কাজ হলো-
i. সন্তানের ইসলামি নাম রাখা
ii. মাথা মুণ্ডন করা
iii. আকিকা করা