‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?
অথবা, ‘ক্ষ’ সংযুক্ত বর্ণটির বিশ্লেষিত রূপ কোনটি সঠিক?
অথবা, ‘ক্ষ’– যুক্তবর্ণটি গঠিত হয়েছে—
প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?
ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয়-
বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে-
যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
অথবা, সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?