'একুশের গান' কবিতীয় 'ওরা' বলতে বোঝানো হয়েছে পাকিস্তানি –
‘কেউবা রঙিন কাঁথা মেলিয়া বুকের স্বপনখানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি।’ উদ্দীপকে 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে উল্লিখিত নকশিকাঁথা সম্পর্কে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে-
i. নারীর জীবনালেখ্যii. নারীর বিরহ-মিলনের কথাiii. পারিবারিক কাহিনি
নিচের কোনটি সঠিক?
‘পারিষদ দলে বলে তার শতগুণ।' পারিষদ দলের শতগুণ বলায় প্রকাশ পেয়েছে—
i. ব্যক্তিত্বহীনতা
ii. তোষামোদ
iii. অনৈতিকতা
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।'— পঙ্ক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো—
i. স্মৃতিকারতাii. স্পর্শকাতরতাiii. ভাগ্যের পরিহাস
নকশিকাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে ফুটে উঠেছে—
i. এক একটি পরিবারের কাহিনি
ii. শিল্প নৈপুণ্য
iii. রং-বেরঙের নকশা
কোন কোন এলাকায় তাঁতশিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়?
i. ঢাকা ও টাঙ্গাইল
ii. শাহজাদপুর ও কুমিল্লা
iii. চট্টগ্রাম