বোনের প্রতি কানাইয়ের দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে –
i. ছোকানুকে দেখে রাখার জন্য মাঝিকে বলায়
ii. ছোকানুকে নৌকায় রান্না করতে দেওয়ায়
iii ঝড় এলেও ছোকানুকে না ডাকতে বলায়
নিচের কোনটি সঠিক?
কোন বিশ্ববিদ্যালয় থেকে কবি জসীমউদ্দীন সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন?
কাজী নজরুল ইসলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসতেন । তোমার পঠিত কোন কবিতায় নজরুলের এই মানসিকতার প্রতিফলন ঘটেছে?
কখন প্রভুকে স্মরণ করলে শোকানল দূর হয়?
কবি শোকানল প্রশমিত করেন কীভাবে?
সুমনের বড় বোনকে পাত্রপক্ষ দেখতে এসে বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলে। ‘মানবধর্ম' কবিতা অনুসারে উক্ত পরিচয় কীরূপ?