'নারীরা আছিল দার্সী।' 'নারী' কবিতায় উত্ত চরণে 'দাসী' কথাটি কী অর্থ প্রকাশ করে?
আমাদের প্রাণ সমবেদনায় কাঁদলেও চোখের পাতা শুকনো রাখি কেন?
‘এবার মরে সোনা হব স্বর্ণকারের দোকানে রব।'উদ্দীপকের চরণ দুটি কোন রচনার ভাবের সাথে সংগতিপূর্ণ?
‘তাইতো তোমায় গভীর করে ডাকি যে বারবার
স্বদেশ আমার, হে প্রিয় স্বদেশ, আমার অহংকার।'
উপরের পক্তি দুটির সঙ্গে 'বঙ্গভূমির প্রতি' কবিতার কোন দিক থেকে মিল রয়েছে?
উক্ত পার্থক্যের অন্তর্নিহিত কারণ –
i. ভাষার ভৌগোলিক ব্যপ্তিii. লোকমুখে ভাষার পরিবর্তনiii. ভাষার বদলে যাওয়ার ধর্ম
নিচের কোনটি সঠিক?
‘অতিথির স্মৃতি' গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেন, যারা—
i. অতিথিদের অবজ্ঞা করে
ii. তুচ্ছ জীবকে নির্যাতন করে
iii. তুচ্ছ প্রাণীর প্রতি সহানুভূতিহীন