“দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি”- এখানে কী কোন জয়ের কথা বলেছেন?
উদ্দীপকের বক্তব্যটি তোমার পাঠ্য কোন রচনায় বিদ্যমান?
সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে ধনসম্পদ লুণ্ঠন করে পুনরায় স্বদেশ প্রত্যাবর্তন করেন। বাবুরের সাথে তাঁর বৈসাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
উক্ত রচনায় উল্লিখিত লেখকের যে পরামর্শ প্রতিফলিত তা হলো-
i. ভাব ও কাজের সমন্বয় করা
ii. ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা
iii. বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া
নিচের কোনটি সঠিক?
'ভাব ও কাজ' রচনার আলোকে রাজিবের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?
রাজিবের উন্নতিকল্পে 'ভাব ও কাজ' প্রবন্দে উল্লিখিত লেখকের যে পরামর্শ ফলপ্রসূ তা হলো-
i. আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো
ii. ভাবের সুরা পান করো ভাই, কিন্তু আন হারাইও না
iii. 'আত্মার' শক্তিকে আগাইয়া তোলো