কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে, ভগ্নাংশটি কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3 : 1 । 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের বর্তমান বয়স কত?
ধারাটির ১ম দশ পদের সমষ্টি কত ?
একটি নারিকেল গাছের ছায়ার দৈর্ঘ্য 103 মিটার এবং এর শীর্ষবিন্দু ছায়ার শেষ প্রান্তের সাথে 30° উন্নতি কোণ তৈরি করে। গাছটির উচ্চতা কত মিটার?
একটি লাঠির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি হলে, এর দৈর্ঘ্য কত ফুট?
পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত ডিগ্রি?