শীতলক্ষ্যা নদীর তীরে বড় বড় কাপড়ের মিল গড়ে ওঠার কারণ কী?
বঙ্গবন্ধু আত্মকলহ বন্ধের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ আত্মকলহ -
i. নিজেদের দুর্বল করে ফেলে
ii. শত্রুর শক্তি বৃদ্ধি পায়
iii. বহির্বিশ্ব অজুহাত পায়
নিচের কোনটি সঠিক?
'দুলে জাতের আবার সৎকার কী।” –জমিদারের এমন মন্তব্যে 'দুই বিঘা • জমি' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
'ঐ শহিদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না'— উকিটিতে বঙ্গবন্ধুর যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-
i. দৃঢ়তা
ii. আপসহীনতা
iii. কর্তৃত্ব
'আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব।' এ কথার মানে-
i. খাদ্য ও পানীয় জল বন্ধ করে দেওয়া হবে
ii. আর কোনো প্রকার সহযোগিতা নয়
iii. সর্বাত্মক অসহযোগিতা চলবে
'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব'— এ উক্তি দ্বারা বঙ্গবন্ধু যে ইঙ্গিত করেছেন—
i. আমাদের আর পিছু হটবার অবকাশ নেই
ii. সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত
iii. পাকিস্তানিদের শেষ দেখেই ছাড়ব