অ্যাসেম্বলিতে বসার শর্ত হিসেবে বঙ্গবন্ধুর কিছু দাবি উত্থাপনের কারণ—
i. 'মার্শাল ল' আর গণতন্ত্র একসাথে চলতে পারে না।
ii. অ্যাসেম্বলিতে বসার উপযুক্ত পরিবেশ দরকার
iii. বিরক্ত বাঙালিরা সেনাদের ওপর চড়াও হতে পারে
নিচের কোনটি সঠিক?
নিচের কোন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে মোরগের লড়াইয়ের আয়োজন করা হতো?
গ্রাম বাংলায় নববর্ষে মোরগ লড়াই কোথায় হতো? (
আমাদের নববর্ষ উৎসব ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করেছে কেন?
বাংলা নববর্ষকে প্রধান জাতীয় উৎসব বলা হয়েছে কেন?
i. মানুষের অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে
ii. ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে
iii. প্রাণের আবেগ ও গভীর ভালোবাসায় পালিত হয়
'দুই বিঘা জমি' কবিতায় কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিচিহ্নটুকু আছে?