ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?
নদীর চরে ছোট ছোট বাড়িঘর কাদের?
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানে সাতক্ষীরাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে। সাতক্ষীরার জমির মুন্সি এ ঘূর্ণিঝড়ে সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। জমির মুন্সির সাথে 'পড়ে পাওয়া' গল্পের কার মিল রয়েছে?
কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
'পড়ে পাওয়া' গল্পে লেখকের বাবা কী সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছিলেন?
চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?