বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে কী বলে?
মাটি অরণ্যের পানে চায়'- এই উক্তিটি দ্বারা কবি পরিবেশের কোন অবস্থাকে বুঝিয়েছেন?
কালিদাস রায়ের বিশেষত্ব কোনটি?
কবি অরণ্য-কন্যাদের ভোগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?
কালিদাস রায়ের কবিতায় কোনটির সার্থক প্রয়োগ ঘটেছে?
কালিদাস রায়কে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?