ফয়সাল কুরআন ও হাদিসে নির্দেশিত ধৈর্যের পথ অবলম্বন করতে চায়। এজন্য সে—
i. হারাম বস্তু থেকে নিজের নফসকে বাঁচাতে ধৈর্য ধরবে
ii. আল্লাহ তায়ালার ইবাদতে ধৈর্যধারণ করবে
iii. যেকোনো বিপদ-আপদে ধৈর্য ধরবে
নিচের কোনটি সঠিক?
হযরত আবু বকর (রা.)-এর শাসনামলে ইসলামি সাম্রাজ্যে যেসব সমস্যা দেখা দেয়, তা হচ্ছে-
i. কতিপয় লোক মিথ্যা নবুয়তি দাবি করে
ii. কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে
iii. কতিপয় লোক কুরআনকে বিকৃত করে
"নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে।”- কার বাণী?
মুসলিম মনীষিগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?
“নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে।” কোন সূরার আয়াত?
হাজরে আসওয়াদ স্থাপনের মাধ্যমে মুহম্মদ (স.) প্রমাণ দিলেন-
i. নিরপেক্ষতার
ii. পক্ষপাতিত্বের
iii. বিচক্ষণতার