একখন্ড রেডনের 70% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু 3.85 দিন। (How much time is required to decay 70% of a piece of radon? Half life of radon is 3.85 days.)
একটি ট্রানজিস্টরের কমন বেস সার্কিট এমিটার কারেন্ট 100μA থেকে 150μA এ উন্নীত করায় কালেক্টরের কারেন্ট 98μA থেকে 147 μA উন্নীত করা হলো। কারেন্ট গেইন নির্ণয় কর।
দুইটি ভিন্ন পদার্থের তৈরি সমান দৈর্ঘ্যের (2m) এবং সমান ব্যাসের (1 mm) দুইটি তার সিরিজে সংযুক্ত আছে। যে পরিমাণ বল প্রয়োগ করলে এদের সম্মিলিত দৈর্ঘ্য 0.9mm বৃদ্ধি পাবে তার মান বের কর। [Y1=2×1011 N/m2 ও Y2=7×1011 N/m2]
10 N এর একটি বল 2 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4 see ক্রিয়া করে। তারপর বলের ক্রিয়া বন্ধ করার পরবর্তী 10 see এ বেগ শূন্য হয়। বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে?
দুইটি সমমানের রোখ শ্রেণি এবং সমান্তরালে সংযুক্ত করলে সমতুল্য রোধ দুইটির মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
0°C তাপমাত্রার 5 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে?