সাইফুল এন্ড সন্স কোম্পানি বছর শেষে ২,00,000 লভ্যাংশ পান। এর মধ্যে জমি ব্যবহার বাবদ মালিককে ৫,০০০ টাকা দিতে হয়। উক্ত ৫,০০০ টাকাকে অর্থনীতির ভাষায় কী বলে?
সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কে?
আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন--
i. দীনবন্ধু মিত্র
ii. মীর মশাররফ হোসেন
iii. রাজা রামমোহন রায়
নিচের কোনটি সঠিক?
বাহাদুর শাহ পার্কের সাথে জড়িয়ে আছে—
i. ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
ii. ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নাম
iii. ঢাকার নওয়াব আবদুল গণির নাম
মাহারি বা মাতৃগোত্র পরিচয় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজের মূলে রয়েছে?
২৫শে মার্চ রাতে গণহত্যার শিকার হন—
i. অধ্যাপক গোবিন্দ চন্দ্ৰ দেব
ii. জ্যোতির্ময় গুহঠাকুরতা
iii. এ এন এম মুনিরুজ্জামান