একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সে.মি এবং 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোন 30° হলে, এর ক্ষেত্রফল কত ?
এক লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে। তারপর 12 কি. মি. ঠিক উত্তর দিকে গেল। সেখান থেকে পূর্বে 5 কি. মি. গমন করল। যাত্রাশেষে সে নির্দিষ্ট অবস্থান থেকে কতদূরে অবস্থান করবে?
চিত্রে AB || CD; PQ উহাদের ছেদক হলে-
i. ∠AEF = ∠DFE
ii. ∠BEF = ∠DFE = 180°
iii. ∠BEP = ∠CFQ
নিচের কোনটি সঠিক?
একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সে.মি. এবং ক্ষেত্রফল 80 বর্গসে.মি. হলে, ঐ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ঐ কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
বৃত্তের-
i. সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
ii. কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে
iii. যেকোনো সরলরেখায় একটি মাত্র ছেদবিন্দু থাকে
তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আকা সম্ভব?