মিম ১০ম শ্রেণির ছাত্রী। সে শিক্ষাসফরে সিলেট জেলায় যায়। মিম এখন ভূমিকম্পের কোন বলয়ে অবস্থিত ?
করিম, গোবিন্দ ও ড্যানিয়েল তিন বন্ধু। তারা যথাক্রমে ইসলাম, হিন্দু ও খ্রিষ্ট ধর্মাবলম্বী। বাংলাদেশ সংবিধান অনুযায়ী ভোটদানের ক্ষেত্রে-
i. তিন জনেই ভোট দিতে পারবে
ii. শুধু করিম ভোট দিতে পারবে
iii. কেউ বৈষম্যের শিকার হবে না
নিচের কোনটি সঠিক?
অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন—
১৯৭১ সালের ২৫শে মার্চ রাত দেড়টায় বাঙালির অবিসংবাদিত নেতাকে গ্রেফতার করা হয়। তিনি কে?
সারফান ৯ম শ্রেণিতে পড়ে। দারিদ্রোর কারণে সে একটি দোকানে কাজ করে। দুপুর ২টায় সে কাজে গেলে ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী কাটায় ছুটি পাবে?
সামাজিক মূল্যবোধ সৃষ্টির উপাদান হলো-i. সমাজের রীতিনীতিii. রাষ্ট্রীয় আইনiii. সামাজিক মনোভাবনিচের কোনটি সঠিক?