মুজামুল বুলদান গ্রন্থখানা কার লেখা ?
পৃথিবীর আদর্শ শিক্ষক কে?
কুরআনের কোন সূরায় চুরির দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আঃ আজিজ সাহেব কুরআন-হাদিস অনুযায়ী জীবন যাপন করেন। তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণসহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন।
জনাব আঃ আজিজ সাহেবের আচরণে ইতিহাসের কোনটির শিক্ষা প্রতিফলিত হয়েছে?
উক্ত ঘটনা অনুসরণ করলে আমাদের দেশ ও জাতী—
i. সমৃদ্ধি অর্জন করবে
ii. উন্নত ও সুন্দর হবে
iii. দারিদ্র্য ও অভাবমুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ছাত্রদের প্রতি শিক্ষক কেমন হবেন?