প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা হলে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?
৩১ ডিসেম্বর ২০২০-এ XYZ কোম্পানির বিবিধ দেনাদার ছিল ৭৫০,০০০ টাকা। জানুয়ারি ০১, ২০২০-এ সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ছিল ১৮,০০০ টাকা। ২০২০ সালে ৩০,০০০ টাকার অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। অতীত অভিজ্ঞতা ইঙ্গিত করে যে দেনাদারের ৩% অনাদায়যোগ্য। ২০২০ সালের জন্য অনাদায়ী দেনা কত হওয়া উচিত?
নিচের কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়?
নিচের কোনটি করণিক ভুল নয়?
তাহসিন লিমিটেডের নগদ জমা ৪০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ২০,০০০ টাকা, মজুত পণ্য ১৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৫০,০০০ টাকা এবং প্রদেয় বিলের পরিমাণ ২০,০০০ টাকা চলিত অনুপাত কত হবে?