তাহসিন লিমিটেডের নগদ জমা ৪০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ২০,০০০ টাকা, মজুত পণ্য ১৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৫০,০০০ টাকা এবং প্রদেয় বিলের পরিমাণ ২০,০০০ টাকা চলিত অনুপাত কত হবে?
Beta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ হয়নি। ঐ মাসে বিটার নিট আয় বা লোকসান কত?
সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবসমূহ হলো-----