অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে?
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
‘পুতুল নাচের ইতিকথা ‘ কোন ধরনের গ্রন্থ?
কোন সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়?
কোনটি প্লাটিহেলমেনথিস প্রাণী?
ক) যকৃতকৃমি
খ) গোল কৃমি
গ) কেঁচো
ঘ) জোঁক
জীবের বংশগতির বৈশিষ্ট্রের বাহক হলো: গলজিবস্তু/ক্রোমোজোম/সেন্ট্রোজোম
জীবের কোষ বিভাজনের নাম গুলো লিখুন।
দুটি যৌগিক ফলের উদাহরণ দিন?
মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করে:
ক) ভর সংখ্যা
খ) পারমাণবিক সংখ্যা এর উপর
গ) ইলেকট্রন সংখ্যা এর উপর
ঘ) ইলেকট্রন বিন্যাস এর উপর
ভর কাকে বলে এবং ওজন কাকে বলে?
ধাতুর এবং ধাতুর পৃথক করুন: ফসফরাস, কার্বন, সালফার, লেড
রেটিনা কাকে বলে?
গ্রীন হাউস কাকে বলে? গ্রীণ হাউস ইফেক্ট কী? এই ইফেক্ট প্রক্রিয়ার নাম এরূপ হল কেন?
তাপ বিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের তুলনামূলক সুবিধা ও অসুবিধাজনক দিকসমূহ আলোচনা করুন। কোন কোন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে এসব কুপ্রভাব নেই?
ভিটামিন “এ” ও “ডি” এর কাজ কী? এদের অভাবে কী হয়?
এসিড, ক্ষারক ও ক্ষার এর সংজ্ঞা লিখুন। রাজা কাকে বলে?
বায়ুর উপাদানগুলাে কী কী? মৌসুমি বায়ু বলতে কী বুঝায়?