নিরীক্ষকের বিভিন্ন প্রকার দায় সংক্ষেপে বর্ণনা করুন।
ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য লিখুন।
আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দিন।
অকরধার্য আয় এবং করমুক্ত আয়ের পার্থক্য দেখান।
উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা দিন।
"আর্থিক হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতার জন্য উৎপাদন ব্যয় হিসাবের উদ্ভব হয়েছে" ব্যাখ্যা করুন।
ব্যবহৃত কাঁচামাল।
মুখ্য ব্যয়।
উৎপাদন ব্যয়।
উৎপাদিত পণ্যের ব্যয়।
লাভ/লোকসান।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের সংজ্ঞা দিন।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের আওতা ও প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
পি/ভি (দত্তাংশ) অনুপাত।
সমচ্ছেদ বিন্দু।
স্থায়ী উপরিব্যয়।
৪০,০০০ টাকা মুনাফা অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে?
২,০০,০০০ টাকা বিক্রয় করলে মুনাফা কত হবে?
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১২,৮০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ৪ বছর শেষে অবশিষ্ট বহিমূল্য কত হবে?
নিম্নে প্রদত্ত হিসাবের জেরসমূহ দ্বারা রেওয়ামিল প্রস্তুত করুন।
নগদ তহবিল ৫,০০০/-; সেবা খাতে আয় ৮৫,০০০/-; বেতন ও মজুরী ৪০,০০০/-; প্রদেয় বেতন ৪,০০০/-; বাড়ী ভাড়া ১০,০০০/-: মূলধন ৪২,০০০/-; উত্তোলন ১৫,০০০/-; যন্ত্রপাতি ৬১,০০০/-